সময়ের রেখা

পঙ্কজ শীল

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিস্তব্ধতায় বুনে যায় সময়ের রেখা,
স্বপ্নেরা ক্ষয়ে যায়, মাটি হয়ে যায় আকাশ...
মন উন্মুখ, তবু পথ খোঁজে না,
জন্মের পর মৃত্যুই শুধু চুপ করে থাকে।

রক্তের নদী পার, ছায়ার অতলে
অন্বেষার আড়ালে হারানো সত্য,
অচেনা শব্দেরা অচেনা মুখে
স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকে ব্যথা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh