পঙ্কজ শীল
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম
প্রতীকী ছবি
নিস্তব্ধতায় বুনে যায় সময়ের রেখা,
স্বপ্নেরা ক্ষয়ে যায়, মাটি হয়ে যায় আকাশ...
মন উন্মুখ, তবু পথ খোঁজে না,
জন্মের পর মৃত্যুই শুধু চুপ করে থাকে।
রক্তের নদী পার, ছায়ার অতলে
অন্বেষার আড়ালে হারানো সত্য,
অচেনা শব্দেরা অচেনা মুখে
স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকে ব্যথা।