গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম
গাইবান্ধা জেলার মানচিত্র। ফাইল ছবি
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্যকে আটকরা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়।
আটককৃতরা হলেন- ডিভাইসসহ আবু সায়েম মন্ডল (২৩), রাশেদ আহমেদ রিদয় (২২), আসাদুজ্জামান (২১) ও শাহ সুলতান (২৫)।
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি ও হিসাব সহকারী ৩টি শুন্যপদের বিপরীতে পরীক্ষা চলছিল আজ। লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় নেওয়া হয়। চাকরিপ্রত্যাশী আটককৃতদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। তারা জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে পরীক্ষা দিতে আসছিলেন।
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি শূন্যপদের বিপরীতে তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী তিনটি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেন। এর আগে গত ৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।