সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম
সিলেটের জেলা ম্যাপ। ছবি: সাম্প্রতিক দেশকাল
সিলেটের বালাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল গফুর (৪৫) নামে এক প্রবাসী খুন হয়েছেন। গতকাল শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর আতাসন গ্রামের সাবেক মেম্বার মরহুম আহমদ আলীর বড় ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। দেড় মাস আগে দেশে এসেছেন, ছুটি শেষে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল তার।
স্থানীয়রা জানায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরদের মধ্যে দীর্ঘ দিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আব্দুল গফুর মারাত্মক আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে জানান। এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।