‘ভূত বাংলায়’ টাবু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:২১ পিএম

টাবু। ছবি: সংগৃহীত

টাবু। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন টাবু। এবার নতুন হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’ নিয়ে আসছেন তিনি। তার সর্বশেষ কাজ  ‘ক্রু’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলো। বক্স-অফিসে সারা দুনিয়ায় প্রায় ১৫৮ কোটি রুপি উপার্জন করে এটি। এছাড়া, ডেনিস ভিলনিউভের জনপ্রিয় চলচ্চিত্র ‘ডুন’ সিরিজের প্রিক্যুয়েল ‘ডুন: প্রফেসি’-তে অভিনয়ের জন্য তাবু বিশ্বজুড়ে অনেক প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূত বাংলার একটা ছবি পোস্ট করে, এই অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমি এখানে আটকে আছি।’ সাম্প্রতিক পাওয়া তথ্য মোতাবেক সিনেমার শুটিং এখন জয়পুরে চলছে। রাজস্থানের ঐতিহাসিক স্থানগুলো সিনেমাটির হরর প্রেক্ষাপটকে ফুটিয়ে তুলেছে।

‘ক্রু’ সিনেমার প্রযোজক একতা কাপুর জয়পুরে টাবুকে স্বাদর অব্যর্থনায় গ্রহণ করেন, যিনি এই সিনেমাতেও প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

ভূত বাংলায় টাবুর সহযোগী অভিনেতা হিসাবে আছেন অক্ষয় কুমার। প্রায় দুই যুগ পরে তাদের দুজনকে একসাথে পেয়ে  দর্শকরা উৎসাহ প্রকাশ করেছে। অনেকে আবার এই সিনেমাকে ‘ভুল ভুলাইয়ার’ সাথে তুলনা করেছেন।

‘ভূত বাংলায়’ অক্ষয় তিনজন মহিলা অভিনেত্রীর সঙ্গে একজন জাদুকরের ভূমিকায় অভিনয় করবেন । সিনেমাটি কালো জাদুর উপর ভিত্তি করে তৈরি । সর্বশেষ ‘হেরা ফেরি’ সিনেমাতে অক্ষয়, তাবু ও প্রিয়দর্শন ত্রয়ী একসঙ্গে কাজ করেছিলেন

‘ভূত বাংলা’ পরিচালনা করছেন প্রিয়দর্শন। প্রযোজনা করছেন বালাজি ফিল্মস এবং অক্ষয় কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান, কেপ অফ গুড ফিল্মস। ছবির গল্প লিখেছেন আকাশ এ কৌশিক এবং চিত্রনাট্য লিখেছেন রোহান শঙ্কর, অভিলাষ নায়ার এবং প্রিয়দর্শন ৷ সূত্রমতে, ২০২৫-এর এপ্রিলে সিনেমাটির শুটিং শেষ হবে এবং ২০২৬-এর এপ্রিলে মুক্তি পাবে।

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh