ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম
পিএসএলে দল পেলেন লিটন, রিশাদ ও নাহিদ। ছবি: ফেসবুক
চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। সেই ক্ষোভ তিনি উগরে দেন গতকাল। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে করেন রেকর্ড গড়া সেঞ্চুরি। তাঁর ৫৫ বলে অপরাজিত ১২৫ রানের সুবাদে এবারের বিপিএলে প্রথম জয় পেয়েছে ঢাকা ক্যাপিটাল।
গতকাল হতাশা ও আনন্দ মিশ্রিত দিন কেটেছে লিটনের। তার একদিন যেতেই সুখবর পেলেন ৩০ বছর বয়সী ব্যাটার। আজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দল পেয়েছেন তিনি।
লিটনকে কিনেছে করাচি কিংস। বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটার
ছিলেন পিএসএল প্লেয়ার্স ড্রাফটের ৩০ লাখ ভিত্তি মূল্যের সিলভার ক্যাটাগরিতে। দল পেয়েছেন
রিশাদ হোসেনও। সিলভার ক্যাটাগরিতে থাকা বাংলাদেশি স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।
তার আগে গোল্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ
রানাকে কিনেছে পেশোয়ার জালমি। গত পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে লাল বলে ঝড় তোলে নজর কাড়েন তিনি। গোল্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য ২০ মিলিয়ন পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮
লাখ টাকা)।
লিটন-রিশাদ-রানা দল পেলেও বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান অবিক্রীত রয়ে গেছেন। দুজনই ছিলেন পিএসএলের
সর্বোচ্চ ভিত্তি মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে।
চেন্নাইয়ে দ্বিতীয় বোলিং অ্যাকশনেও অকৃতকার্য হওয়ায় পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির জন্য গতকাল ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি সাকিবের। তবে দলে আছেন
মোস্তাফিজ।
পিএসএলের ১০ম সংস্করণের জন্য সব মিলিয়ে বাংলাদেশের ৩৯ ক্রিকেটার
নাম নিবন্ধন করেন। তার মধ্যে প্লেয়ার্স ড্রাফটে জায়গা পান ৮ জন।