নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ২ বন্ধু নিহত। ছবি- প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী-শিমরাইল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাজী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। এ সময় আহত হয়েছেন রবিন নামে আরও একজন।
নিহতরা দুজনই সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে নিহত শুভ আনন্দ ক্যাবল নামে স্থানীয় একটি ব্রডব্যান্ড (ইন্টারনেট) ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আহত রবিন জানান, তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে সোনামিয়া মার্কেট থেকে সিদ্ধিরগঞ্জ পুলের উদ্দেশ্যে রওনা দেন। আদমজী ইপিজেডের সামনে পৌঁছালে একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে দুজন পড়ে গেলে ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।