সাফিন আহমেদ
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ এএম
সামুদ্রিক প্রাণী সি-হর্স। ছবি: সংগৃহীত
পৃথিবীতে প্রায় ৮৭ লাখ প্রজাতির প্রাণীর বাস, যাদের প্রতিটির জীবনধারা এবং শারীরিক গঠন একে অপরের থেকে আলাদা। তবে এই বিশাল প্রাণিজগতের মধ্যেও এমন কিছু প্রাণী রয়েছে, যাদের জীবনচক্র একেবারেই ব্যতিক্রমী ও অভাবনীয়। তেমনই একটি প্রাণী হলো সি-হর্স, যা বৈজ্ঞানিকভাবে হিপোক্যাম্পাস নামে পরিচিত। বিস্ময়করভাবে এই সামুদ্রিক মাছটি পুরুষ হয়েও সন্তান জন্ম দিতে পারে। এটি শুধু প্রাণিজগতের এক অদ্বিতীয় বৈশিষ্ট্য নয়, বরং প্রজনন প্রক্রিয়ার বিবর্তনের এক চমকপ্রদ উদাহরণ।
পুরুষ সি-হর্সের সন্তান জন্মদানের প্রক্রিয়া বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকে এতটাই ব্যতিক্রমী যে এটি প্রাণিজগতে একমাত্র উদাহরণ হিসেবে পরিচিত। এই অনন্য বৈশিষ্ট্য শুধু সি-হর্সকে বিশেষ করে তোলেনি, বরং মানুষের মধ্যে প্রকৃতির বৈচিত্র্যের প্রতি কৌতূহলও বাড়িয়ে তুলেছে।
সি-হর্সের পরিচিতি
সি-হর্স মূলত হিপোক্যাম্পাসদের (Hippocampus) অন্তর্ভুক্ত এবং এদের ৪৫টিরও বেশি প্রজাতি রয়েছে। এরা ছোট, ধীরগতিসম্পন্ন সামুদ্রিক প্রাণী, যা সমুদ্রের উষ্ণ ও উষ্ণম-লীয় অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে বাস করে। এদের দেহ ঘোড়ার মতো বাঁকা আকৃতির হওয়ায় এদের সি-হর্স বা ‘সমুদ্রঘোড়া’ বলা হয়।
শারীরিক বৈশিষ্ট্য
সি-হর্সের দেহ কঙ্কালহীন হলেও এটি হাড়ের পাত দিয়ে আবৃত। এদের লেজ শক্তিশালী এবং পেঁচানো, যা দিয়ে এটি সামুদ্রিক গাছ বা প্রবালের সঙ্গে আঁকড়ে ধরে থাকে। পুরুষ ও স্ত্রী সি-হর্সের চেহারায় খুব বেশি পার্থক্য নেই, তবে পুরুষদের একটি বিশেষ থলি (brood pouch) থাকে।
পুরুষের সন্তান জন্মদানের বিস্ময়কর প্রক্রিয়া
১. ডিম স্থানান্তর : প্রজননের সময় স্ত্রী সি-হর্স তার ডিমগুলো পুরুষ সি-হর্সের থলিতে স্থানান্তর করে। প্রতিবার ৫০ থেকে ১৫০০টি পর্যন্ত ডিম স্থাপন হতে পারে, যা প্রজাতি অনুযায়ী ভিন্ন।
২. থলিতে নিষেক ও বিকাশ : পুরুষ সি-হর্স ডিমগুলো নিষিক্ত করে এবং থলিতে তাদের পরিপূর্ণ বিকাশের জন্য সুরক্ষিত পরিবেশ প্রদান করে। এই থলিটি একটি জৈবিক ইনকিউবিটরের মতো কাজ করে, যেখানে ডিমগুলো পুষ্টি, অক্সিজেন ও আদর্শ তাপমাত্রা পায়।
৩. প্রসব : ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর পুরুষ সি-হর্স প্রসব প্রক্রিয়ার মাধ্যমে এগুলো পানিতে ছেড়ে দেয়। প্রসবের সময় থলির পেশি সংকুচিত হয়ে বাচ্চাদের বের করে দেয়। এই প্রক্রিয়া অত্যন্ত শ্রমসাধ্য ও কষ্টকর।
প্রাকৃতিক আচরণ এবং খাদ্য
সি-হর্স সাধারণত নির্জন ও ধীরগতির প্রাণী। তারা ছোট ছোট প্ল্যাঙ্কটন, ক্রাস্টেসিয়ান ও ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে।
প্রকৃতির ভারসাম্যে ভূমিকা
সি-হর্স সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা পালন করে। সি-হর্সের সংখ্যা হ্রাস পেলে সামুদ্রিক জীবজগতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদের থেকে সি-হর্স কেন আলাদা?
প্রাণিজগতে পুরুষের সন্তান জন্মদানের একমাত্র উদাহরণ। সি-হর্সের চোখ দুটো স্বাধীনভাবে ঘোরে, যা এদের শিকার ধরতে এবং শত্রু থেকে রক্ষা পেতে সাহায্য করে। এদের প্রজনন পদ্ধতি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র।
সংরক্ষণে চ্যালেঞ্জ এবং প্রচেষ্টা
সি-হর্সের প্রজাতি বিলুপ্তির মুখোমুখি। এর কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য : সমুদ্রদূষণ, আবাসস্থল ধ্বংস, অতিরিক্ত শিকার, বিশেষত ওষুধ এবং অলংকার তৈরির জন্য। বিভিন্ন সংস্থা সি-হর্সের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের জন্য কাজ করছে।
সি-হর্স এবং মানুষ
সি-হর্সের প্রজনন প্রক্রিয়া মানুষের কল্পনাকে উজ্জীবিত করে এবং জীববৈচিত্র্যের সৌন্দর্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে।
পুরুষ সি-হর্সের সন্তান জন্মদানের ক্ষমতা প্রকৃতির একটি বিস্ময়কর উদাহরণ। এটি শুধু জৈবিক গবেষণার ক্ষেত্রে নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সহায়ক। আমাদের দায়িত্ব এই বিরল ও অনন্য প্রজাতিকে সুরক্ষিত রাখা এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় অবদান রাখা।