লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম
চুরি হওয়া ‘হাবিব পরিবহন’ বাস। ছবি: লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা ‘হাবিব পরিবহন’ নামে একটি বাস কয়েকজন যুবক এসে চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে ওই বাসটি চুরি হয়।
আজ বুধবার
(১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সেলিম মালিক।
জানা
যায়, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করত বাসটি। বাসটির সমস্যা থাকায় কয়েক দিন ধরে তুষভাণ্ডার রওশন ফিলিং স্টেশনে রাখা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস যোগে কয়েকজন যুবক এসে কোন কিছু বুঝে উঠার আগেই বাসটি ধাক্কা দিয়ে স্টার্ট করে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
হাবিব
পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রোল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি কিনে নিয়ে কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।
কালীগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে
বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।