বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম
মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত
সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি কিলবিল সোসাইটি। এ ছবিটি হেমলক সোসাইটির সিক্যুয়েল। এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। তবে তার আগে
কিলবিল সোসাইটি ছবিটির জন্য সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম পছন্দ ছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু ছবিতে চুমুর দৃশ্য থাকায় তিনি সেটা করতে চাননি। আপত্তি জানিয়ে ছবি থেকে সরে দাঁড়ান। যদিও এই ছবির চিত্রনাট্য তার পছন্দ হয়েছিল, পাকা সিদ্ধান্ত জানানোর জন্য সময়ও চান।
এরপর মাসখানেকের মতো সময় পেরিয়ে গেলেও তিনি যখন কিছু জানাননি তখন কৌশানিকে চূড়ান্ত করে ফেলা হয়। অন্যদিকে এতে প্রধান পুরুষ চরিত্রে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। হেমলক সোসাইটিতেও তিনি ছিলেন প্রধান চরিত্রে। যদিও তার সঙ্গে ছিলেন কোয়েল মল্লিক। তবে এবার তার জায়গায় কৌশানি। এই প্রথমবার এই দুই তারকাকে একে অন্যের বিপরীতে দেখা যাবে।
আগামী ফেব্রুয়ারি মাস থেকে কিলবিল সোসাইটি ছবিটির শ্যুটিং শুরু হবে।