অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম
কর্মী সংকট মোকাবিলায় বিভিন্ন সেক্টরে অভিবাসী কর্মী নেবে গ্রিস। ছবি: সংগৃহীত
চলতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার কর্মী নেবে গ্রিস। দু’দেশের মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী এ সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। দেশটির কর্মী সংকট মোকাবিলায় কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নেবে দেশটি।
সম্প্রতি গ্রিক মন্ত্রিসভা অভিবাসী কর্মী আনার জন্য একটি গেজেট পাস করেছে ।
প্রকাশিত গেজেটে বলা হয়েছে, গ্রিসে ৪৫ হাজার ৬৭০ জন সিজনাল ভিসায়, ২ হাজার জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং ৪১ হাজার ৬৭০ জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন।
বর্তমানে দেশটির বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি শ্রমিক সংকটের মুখে কৃষি সেক্টর। নতুন গেজেট অনুসারে, আনা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণকর্মী ও কারখানার শ্রমিক হবেন। এছাড়া ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণকর্মী ও ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে গ্রিসে।
গ্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে নেয়া হবে প্রায় ৯ হাজার কর্মী। ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায়, ৪ হাজার বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন।
এদিকে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসা প্রত্যাশীদের।