যমুনা

রহিম ইবনে বাহাজ

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যমুনার এখন যৌবন নেই
উচ্ছ্বাস আনন্দ নেই
পাড় ভাঙা শব্দ নেই নীরব নিথর মরে গেছে যমুনা।

যমুনার মাঝিরা নিখোঁজ
যমুনার জল তলানিতে পৌঁছে গেছে
শাদা ফকফকা জল ক্রমশ ফ্যাকাশে
ঘোলা মলিন দেখাচ্ছে।

শহর থেকে ফিরলেই যমুনার কাছে যেতাম
জল স্পর্শ করতাম
একটু আরাম নিতাম; যমুনায়
পুনরায় যৌবন আসুক
থই থই জল উপচে পড়ুক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh