ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

শিক্ষার্থীদের সমাবেশে হামলা। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সমাবেশে হামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকার হামলার তদন্তের নির্দেশ দিয়েছে এবং এরইমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বাংলাদেশে জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার কোনো স্থান নেই। সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হলে সরকার তা কঠোর হাতে দমন করবে।

এর আগে, গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ মিলেছে। এতে অন্তত ২০ জন আহত হন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh