ইরানে দুই সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

ইরানের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ইরানের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে দেশটির সুপ্রিম কোর্টের দুই বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। এক বন্দুকধারীর গুলিতে দুই বিচারক নিহত হন। এ ঘটনায় আরও এক বিচারক আহত হয়েছেন।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানে সুপ্রিম কোর্ট সদর দফতরের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর বন্দুকধারীও আত্মহত্যা করেন। 

ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সকালে সুপ্রিম কোর্টে একজন সশস্ত্র অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস থাকা দুই সাহসী বিচারককে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের ৩৯ নম্বর শাখার প্রধান হোজ্জাতুল ইসলাম আলী রাজিনি এবং ৫৩ নম্বর শাখার প্রধান হোজ্জাতোলেসলাম মোহাম্মদ মোকিসেহকে হত্যা করা হয়েছে। 

প্রাথমিক তদন্তের পর বিচার বিভাগ জানিয়েছে, সশস্ত্র হামলাকারী সুপ্রিম কোর্টে কোনো অভিযোগ দায়ের করেনি বা তার বিরুদ্ধে আদালতে কোনো মামলাও ছিল না।

৭১ বছর বয়সি আলী রাজিনিকে এর আগে ১৯৯৮ সালের জানুয়ারিতে হত্যার চেষ্টা করা হয়। তবে সেই যাত্রায় তিনি বেঁচে যান। একাধিক মোটরসাইকেল আরোহী তার গাড়িতে একটি চৌম্বকীয় বোমা লাগিয়ে দেয়। হামলায় তিনি আহত হয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh