নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত
রাজনৈতিক অঙ্গন কুলাঙ্গারমুক্ত করতে হবে বলে মন্তব্য করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্টরা যেন সংসদে প্রবেশ করতে না পারে আর দুর্বৃত্তরা যেন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত হতে না পারে।’
আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার বার্ড মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ২০১৮ সালের নির্বাচনে ভোট জালিয়াতিতে জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে সুপারিশ করা হয়েছে। শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেটি বিবেচনায় রেখেই ১৫০টি সুপারিশ করা হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম শরিফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া।
বক্তারা বলেন, একটি রাস্তা দেশের ভূগোল বদলে দিতে পারে। মিলিয়ন ডলার অর্থনীতির রূপরেখা টেনে দিতে পারে একটি নদী।
কুমিল্লাকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে।