শীতের গল্প

কবির বিটু

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দূর হতে হাতছানি দেয় আকাশ;
কিছুটা পাহাড়, তার উপরে বাসি মেঘ
আরো উপরে তোমার পুরোনো ছবি।

ওখানে নাটকীয়তা ছিল
স্বলজ্জ কিশোরী মুখ, ঈষৎ ভেজা ঠোঁট

নাটকের শেষটা শহরের কোলাহলে স্বকীয়তা হারিয়েছে,

শীতের প্রকরণে জমে গিয়েছিলাম প্রায়
পাহাড়ের দেশে এভাবে শীতেরাও জমে ওঠে ঝমঝমিয়ে
আমার বুকের শীতে সেদিন কেঁপে উঠেছিল দূরের পাহাড়, আর
তুমি কেঁপে উঠেছিলে ঋতুর আহ্বানে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh