কনকসুধা

ড. আখতারুজ্জামান চৌধুরী

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ এএম

কনকসুধা এক লতানে ফুল গাছ। ছবি: সংগৃহীত

কনকসুধা এক লতানে ফুল গাছ। ছবি: সংগৃহীত

কনকসুধা এক লতানে ফুলের শোভাময়ী গাছ। কনকসুধার ইংরেজি নাম Brayilian Edelweiss বা Bluebird Vine এবং উদ্ভিদতাত্ত্বিক নাম Odontodenia macrantha ও গোত্র অ্যাপোসাইনেসি (Apocynaceae)।

পরিচিতি: শোভাবর্ধক কাষ্ঠল আরোহী, বেশ ঘন। পাতা অর্ধ-বৃত্তীয়, অগ্রভাগ সরু, গাঢ় সবুজ, ১৫-২০ সেন্টিমিটার লম্বা এবং ১০-১৫ সেন্টিমিটার চওড়া। ফুল গুচ্ছবদ্ধ, উজ্জ্বল, হলুদ, ঘণ্টাকৃতি, সুগন্ধিযুক্ত।

ফুল-ফল ধারণ: ডিসেম্বর-আগস্ট, তবে কখনো কখনো সারা বছর দেখা যায়।

আবাসস্থল: আর্দ্র উষ্ণম-লীয় ভূমি। 

অভ্যন্তরীণ বিস্তৃতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যান, বলধা গার্ডেন এবং মিরপুর বোটানিক্যাল গার্ডেনসহ দেশের বিভিন্ন উদ্যানে শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে দেখা যায়।  

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: শোভাবর্ধক আরোহী ফুলের গাছ। উদ্ভিদটি থেকে ট্রাই ট্যার্পিনয়েড, লুপিওন, অ্যাসাইরিন প্রভৃতি রাসায়নিক যৌগ সংশ্লেষিত হয়েছে যার ঔষধি গুণাগুণ রয়েছে।

বহির্বিশ্বে বিস্তৃতি: আদিনিবাস ব্রাজিল। মধ্য-আমেরিকাসহ পশ্চিম-ভারতীয় দ্বীপপুঞ্জে বিস্তৃত।

বংশবিস্তার: বীজ ও কাটিং দ্বারা।

বর্তমান অবস্থা: দুর্লভ প্রজাতি।

সংরক্ষণ প্রস্তাবনা: সংরক্ষণ নির্ভর। শখের বাগানে বিস্তার প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh