শীতে কাঁপছে কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম

ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় কাহিল কুড়িগ্রামের জনপদ। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় কাহিল কুড়িগ্রামের জনপদ। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে বাস-ট্রাক। সূর্যের দেখা দেখা নেই। কনকনে ঠান্ডায় কাজে বের হওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাংটু বলেন, ‘মাঘ মাস পড়েছে, খুব ঠান্ডা। ঠান্ডায় খুব কষ্টে আছি।’

কুড়িগ্রাম ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হাই বলেন, জেলার ৯টি উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। সেগুলো বিতরণ শেষের পথে। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ।

রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আজ বুধবার জেলায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ২৩-২৪ তারিখে তাপমাত্রা আরও কমার আশঙ্কা আছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh