আতিক-পলকসহ ৪ জন ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম

আতিকুল ইসলাম ও জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

আতিকুল ইসলাম ও জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর মধ্যে উত্তরা পূর্ব থানার মো. ফজলুল করিম হত্যা মামলায় আতিকুল ইসলামের তিন দিনের, মোহাম্মদ পুর থানার ভ্যানচালক ইনছান আলী হত্যাচেষ্টা মামলায় পলক, সাদেক খান ও সলুর দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, হত্যা মামলায় আতিকুলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশ।

এছাড়া হত্যাচেষ্টা মামলায় পলক, সাদেক ও সলুর পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

হত্যা মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh