স্কটিশদের হারিয়ে সুপার সিক্সে সুমাইয়ারা

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম

স্কটিশদের হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ। ছবি: ফেসবুক/আইসিসি

স্কটিশদের হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ। ছবি: ফেসবুক/আইসিসি

অল্পের জন্য অস্ট্রেলিয়াকে হারাতে না পারার দুঃখ ভুললেন বাংলাদেশের মেয়েরা। আজ স্কটল্যান্ডের বিপক্ষে ১৭ রানের জয়ে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সও নিশ্চিত করেছে সুমাইয়া আক্তাররা। 

মালয়েশিয়ার বাঙ্গিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই বিদায় নিয়েছিলেন ওপেনার সুমাইয়া আক্তার (০)। তবে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া (১৪) ও উইকেটরক্ষক জুয়েইরিয়াহ ফেরদৌস (২০)। 

এরপরও অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে আফিয়া আশিমার ২১ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ২৮ রানের সুবাদে লড়াইয়ের মতো পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। স্কটল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন নাঈমা শেখ ও মেইজি ম্যাকেইরা। 

লক্ষ্য তাড়া করতে স্কটিশরা ৮ উইকেটে করে ১০৩ রান। শুরুটা অবশ্য দারুণভাবে করেছিল তারা। ওপেনিংয়ে পেয়ে যায় ১৯ রান। এরপর ইনিংসের পঞ্চম ওভারে ২ ওপেনারকে হারিয়ে বসে। সেই ওভারের প্রথম বলে এমা ওয়ালশিংহামকে (১১) বোল্ড করেন আনিসা আক্তার সোবা। তিন বল পর রান আউট হন পিপ্পা কেলি (৮)। 

তৃতীয় উইকেটে বড় জুটির চেষ্টা করেন উইকেটররক্ষক পিপ্পা স্প্রাউল (৪৩) ও অধিনায়ক নিয়ামহ মুনির (২২)। এই জুটি ভাঙার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। এরপর স্কটিশদের আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। সোবা নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি। স্কটল্যান্ডের দেয়াল হয়ে থাকা স্প্রাউলকেও বোল্ড করেন এই লেগি।

এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও। তারা গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। অস্ট্রলিয়া সেই ম্যাচ হারলে গ্রুপ সেরার সম্ভাবনা আছে বাংলাদেশের। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh