ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
উইন্ডিজের উইকেট পতনের পর জ্যোতির উদ্যাপন। ছবি: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম জয়, সেটিও তাদের মাঠে—এমন ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের মেয়েদের বাঁধভাঙা উচ্ছ্বাস-উদযাপন তো হবেই। জয়ের আনন্দ নিয়ে ড্রেসিংরুমে ফিরে সেটিই করেছেন নিগার সুলতানা জ্যোতিরা।
উইন্ডিজ মেয়েদের বিপক্ষে কোনো সংস্করণে আগে কখনো জেতেনি বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়া জ্যোতিদের। সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে হেরেছিলেন তাঁরা।
গত রাতে এবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে বাংলাদেশের মেয়েরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক-উইকেটরক্ষক জ্যোতির (৬৮) ফিফটিতে ৪৮.৫ ওভারে ১৮৪ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্পিনার নাহিদা আক্তার।
এই জয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনাও বাঁচিয়ে রাখল বাংলাদেশ। জ্যোতিরা সেই আশা নিয়ে উইন্ডিজে গিয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডের আগে বিশ্বাস ছিল জয়ের। ম্যাচ শেষে বিসিবির এক ভিডিও বার্তায় জ্যোতি এ নিয়ে বলেছেন, ‘আমি মনে করি, প্রথমত দলের বিশ্বাস ছিল। যদিও রানটা অনেক কম হয়েছে। এসব উইকেটে দুই শ’র বেশি রান না করলে বোলারদের জন্য কঠিন। তবে যখন আমরা ম্যাচে নামি, তার আগেই সবাই বলছিলাম, সবার ওপর যেন বিশ্বাসটা রাখি। কারণ, জানতাম জায়গা মতো যদি বোলিং করতে পারি, পরিকল্পনা অনুযায়ী যদি উইকেট নিতে পারি, তাহলে সম্ভব হবে।’
জ্যোতির ১২০ বলে ৬৮ রানের ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। দলের বাকিরা ইনিংস বড় করতে পারেননি। দুই শ’ রানের পরিকল্পনা থাকলেও সেটি করতে পারেননি মেয়েরা। নিজের পাশাপাশি দলের ব্যাটিং নিয়ে জ্যোতির মূল্যায়ন, ‘পরিকল্পনা ছিল আগে বোলিং করার। তবু টস হেরে যখন আমরা ব্যাটিংয়ে গেছি, মনে হলো যেহেতু এটা ভালো একটা ট্র্যাক, সে কারণে দুই শ’র বেশি রানের একটা লক্ষ্য ছিল। তবে আমরা সেটা করতে পারিনি। কিন্তু নিজের স্বভাবের বাইরে অনেক বেশি বল নিয়েছি থিতু হতে। তবে দিনশেষে রানগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং দলের জন্য অবদান রাখতে পেরে অনেক বেশি খুশি।’
কম রান নিয়েও উইন্ডিজকে প্রথমবার হারানোর কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আসলে সব কৃতিত্ব দলের। প্রত্যেক বোলার, ফিল্ডার যেভাবে ১১০ শতাংশ দিয়েছে,অসাধারণ ছিল। সকলের চেষ্টায় এমন জয় সম্ভব হয়েছে।’
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বিশ্বকাপ হবে ভারতে। সেখানে সরাসরি খেলতে পারবে তো বাংলাদেশ? স্বাগতিক ভারত বাদে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। ২০২২-২৫ মেয়েদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে সাতে। তবে আপাতত এসব সমীকরণ নিয়ে চিন্তা করছেন না জ্যোতি। তাঁর লক্ষ্য এই জয়ের মোমেন্টাম ধরে রাখা, ‘সমীকরণের চিন্তা এখনো করছি না। প্রথম ম্যাচ হারের পর এভাবে ঘুরে দাঁড়ানো অনেক গুরুত্বপূর্ণ। যেটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। দুই পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। তার থেকে মোমেন্টাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’