বরিশালে ইজিবাইক চাপায় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ। ছবি- বরিশাল প্রতিনিধি

শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ। ছবি- বরিশাল প্রতিনিধি

বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ব্যাটারিচালিত ইজিবাইকের (হলুদ অটোরিকশা) চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীসহ স্থানীয়রা।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ বিক্ষোভ হয়। এ সময় নিরাপদ সড়কসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের অভ্যন্তরীণ নতুন বাজার-নথুল্লাবাদ সড়কের সরকারি বিএম কলেজের সামনে ইজিবাইক চাপায় প্রাণ হারায় শিশু শিক্ষার্থী।

নিহত ওই শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (১০) পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজাম উদ্দিনের মেয়ে। তারা বিএম কলেজ রোড এলাকার নিকট আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, জান্নাত ও তার এক সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা জান্নাতকে চাপা দেয়।

স্থানীয়রা গুরুত্বর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্ররণ করা হয়েছে।

এদিকে এঘটনায় বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বিএম কলেজের সামনের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh