গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ববি

ববি প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: ববি প্রতিনিধি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি )। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) একাডেমিক কাউন্সিলের ৪৮ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।  

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামসমূহের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, গতকাল একাডেমিক কাউন্সিলের মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি। কিন্তু সভায় সবাই একমত পোষণ করেছেন যে কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমাদের স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত। গুচ্ছের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং আমাদের সেশনজট তৈরি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠা ও কোয়ালিটি স্টুডেন্ট এই তিনটি কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেয়ার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh