সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে আপিল বিভাগে তার জামিনের ওপর শুনানির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।


আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

বুধবার (২২ জানুয়ারি) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতবছর ২১ আগষ্ট বেসরকারি নিউজ চ্যানেল একাত্তর টিভির চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা তার স্ত্রী ফারজানা রুপাকে হযরত শাহজালাল বিমান বন্দর থেকে আটক করা হয়।


এরপর দুই দফায় রিমান্ড শেষে একই বছর ৩১ আগষ্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh