বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত: দুদু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: ঠাকুরগাঁও প্রতিনিধি

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা ১৪ সাল থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করে আসছি। আমরা জনগণের উপর নির্ভরশীল রাজনৈতিক দল৷

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সাংগঠনিক সভায় এসে এ সব মন্তব্য করেন তিনি৷

জামায়াত-চরমোনাইয়ের একত্রিত হওয়ার বিষয়ে দুদু বলেন, রাজনৈতিক মেরুকরণে ও গণতন্ত্রের প্রশ্নে সবাই সবার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চাই৷ স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা, ৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে এমন একটি দল৷ যারা গত ১৬ বছর শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে এমন একটি রাজনৈতিক দলের মেরুকরণে গণতন্ত্র পরিপুষ্ট হবে না৷

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা খুবই আশাবাদী যেকোনো সময় নির্বাচন হলে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি ভালো করবে।

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh