ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম
রকি ফ্লিনটফ। ছবি: সংগৃহীত
বাবা অ্যান্ড্রু ফ্লিনটফের দেখানো পথে হেঁটে ক্রিকেটার হয়েছেন ছেলে রকি ফ্লিনটফ। ১৬ বছর বয়সেই শুরু করেছেন ব্যাটে আলো ছড়াতে। এবার করলেন সেঞ্চুরি।
ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২৭ বলে ১০৮ রানের ইনিংস খেলেছেন রকি। টপ অর্ডারদের ব্যর্থতা সত্ত্বেও তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩১৯ রানের স্কোর পেয়েছে ইংল্যান্ড লায়ন্স।
লায়ন্সদের এই সফরে আছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। বাবাই যেন পথ বাতলে দিচ্ছেন ছেলেকে। প্রথম ম্যাচে অবশ্য ইংল্যান্ড দল ৭ উইকেটে হেরেছে।
রকিকে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। তবে গত জুনে ল্যাঙ্কাশায়ারের হয়ে পেশাদারি ক্রিকেটে নাম লেখান তিনি। তার আগে গত এপ্রিলে ক্লাবটির দ্বিতীয় দলের হয়ে সেঞ্চুরিও করেন তিনি। আর জুলাইয়ে অভিষেক হয় মূল দলের হয়ে। এরপর ল্যাঙ্কাশায়ারের হয়ে চারটি প্রথম শ্রেণি ও সাতটি লিস্ট ’এ’ খেলেছেন।
রকির বাবা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত খেলেছেন ইংল্যান্ডের হয়ে। তিনিও ছিলেন ল্যাঙ্কাশায়ারের ক্রিকেটার।