বিনোদন রিপোর্ট
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম
‘লবণ জলের মানুষ’ নাটকের দৃশ্য। ছবি: বিটিভির সৌজন্যে
বাংলাদেশ টেলিভিশনে(বিটিভি) আজ
রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘লবণ জলের মানুষ’। কবি জায়েদ
ফরিদের ‘দেয়াল’ গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন গাজী ফারুক। আব্দুল্যাহ আল মামুনের
প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারজানা ছবি, রমিজ রাজু,
কবির আহমেদ, দিলু মজুমদার, আনোয়ার হোসেন, রেজাউল রাজুসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে- এলাকার বিত্তবান চৌধুরী সাহেব দশ বছর বয়সী অনাথ শিশু ধীর আলিকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। প্রায় ত্রিশ বছর ধরে সে চৌধুরী সাহেবের বাগানবাড়ির দেখাশুনা করে। এই দায়িত্বের বাইরেও যে মানুষের জীবন আছে, সে জীবনে প্রেম-ভালোবাসা, সংসার থাকতে পারে তা কখনো উপলব্ধি করতে পারেনি ধীর আলি। বাগানবাড়ি সামলানোর পাশাপাশি সে আধ্যাত্মিক গানে ডুবে থাকে। সে মনে করে অপার্থিব প্রেমই হচ্ছে আসল প্রেম।
‘লবণ জলের মানুষ’ নাটকের দৃশ্য
একদিন বিকেলে বাগানবাড়ির লোনা ধরা ভাঙাচোরা দেয়ালের ফাঁক দিয়ে এলাকায় পাগলী নামে পরিচিত হীরামন আশ্রয় নেয়। যদিও হীরামন পাগলী না। তার মা মারা যাওয়ার পর একাকী জীবনের নিরাপত্তার জন্য সে পাগলী সেজে থাকে। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের কাহিনী।
নাটকটি প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘খুবই সুন্দর একটি গল্পের নাটক। পারিবারিক গল্প বলতে যা বোঝায় এতে দর্শক সেটি দেখতে পাবেন। আমার চরিত্রটিও দারুণ। অভিনয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রমান করার চেষ্টা করেছি।’