বিনোদন রিপোর্ট
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম
আবু বকর সিদ্দিক। ছবি: সংগৃহীত
বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। তবে আধুনিক গানেও তাকে পাওয়া গেছে। সে ধারাবাহিকতায় নতুন একটি গান প্রকাশ হলো তার। ‘বুকে প্রেমের ক্ষত’ গানটির কথা লিখেছেন শাহ আলম সানি। গানটি কন্ঠ দেবার পাশাপাশি সুরও করেছেন শিল্পী নিজেই। আবু বক্কর সিদ্দিক মিউজিক মিডিয়া থেকে এটি প্রকাশ হয়েছে।
গীতিকার শাহ আলম সানি
গানটি
প্রসঙ্গে গীতিকার শাহ আলম সানি বলেন, ‘এটি আমার লেখা গানের মধ্য অন্যতম
একটি আধুনিক গান। এই গানটা অনেকদিন আগের লেখা। এই গানে কন্ঠ দিয়ে আবু বকর সিদ্দিক
আমাকে ধন্য করেছেন। আমার গীতিকার জনম সার্থক ‘
কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক বলেন,
‘শাহ আলম সানি নতুন হলেও লেখার মান অনেক ভালো। গানটি আমার পছন্দ
হয়েছে তাই গেয়েছি।এ গানের মধ্য দিয়ে অনেক দিন পর আধুনিক গানে কণ্ঠ দিয়েছি
‘