জ্বালানি সংকটে বন্ধের পথে ২০০ কারখানা: বিসিআই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

গত এক বছর ধরে জ্বালানি সংকট, রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকটসহ নানা কারণে বন্ধ হয়ে গেছে ১০০টি তৈরি পোশাক কারখানা। এরই মধ্যে আরও ২০০টি কারখানা এ বছর বন্ধের পথে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘উদ্যোক্তা বা নতুন যারা আসতে চাচ্ছে তারা যাতে হতাশ না হয়, প্যানিকড না হয় সেটার জন্য আমরা মনে করি সরকারের যে দু–চারটা কমেন্ট আসে, সেগুলো বিভ্রান্তিমূলক এবং সেগুলো সবাইকে বরং আরও ক্ষতিগ্রস্ত করবে।’

আজ শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিআই সভাপতি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘আনোয়ার-উল আলম চৌধুরী জানান, উৎপাদন খাতকে টেকসই, গতিশীল ও উন্নত করতে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে সরকারকে প্রস্তাব দেওয়া হবে।’ 

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিআইয়ের সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক পরিসংখ্যান সঠিকভাবে উপস্থাপন হচ্ছে না, যার কারণে বর্তমান সংকট মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

এই ব্যবসায়ী নেতা বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে স্থায়ী সমাধান সম্ভব নয়। খুব শিগগিরই উন্নয়নশীল দেশের কাতারে না যাওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh