নেত্রকোণায় আ.লীগের ৩৭ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম

নেত্রকোণা জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

নেত্রকোণা জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

নেত্রকোণার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুসহ ৩৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নেত্রকোণার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ৩৭ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী এম. আসাদুল হক। তিনি বলেন, একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় সভাপতি খাইরুল ইসলামসহ আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. হাফিজুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামিরা ২০২১ সালের ১১ নভেম্বর মামলার বাদী আটপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তফা সাহেদ কামাল সেলিমের সুখারী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক মোড়ের দোকান ভাঙচুর, লুটপাট, আগ্নেয়াস্ত্র প্রদর্শন, দেশি অস্ত্র ব্যবহার ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়। বাদীর দোকান থেকে আনুমানিক ৪ লাখ টাকার মালামাল এবং প্রায় নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় বাদী ও তার ভাইয়ের দোকান ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় আসামিরা।

গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ অক্টোবর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তফা সাহেদ কামাল সেলিম বাদী হয়ে আটপাড়া থানায় ৫১ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh