ঝিনাইদহে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:২০ এএম

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারের একটি গাছ থেকে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ভাটই এলাকা থেকে মিঠুন হোসেন নামে ওই দিনমজুরের লাশ উদ্ধার করা হয়।

নিহত মিঠুনের বাড়ি শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম জানান, নিহতের বাড়ি শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে। ভাটই-কচুয়া সড়কের মাঝে মাঠের ভিতর একটি গাছে লাশ ঝুলে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিরুল ইসলাম জানান, লোকমুখে শুনে আমরা এখানে এসে ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠাই। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh