কক্সবাজার সৈকতে তিন দিনে ৭০ মৃত কচ্ছপ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১২:০২ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গত তিন দিনে ৭০টি মৃত কচ্ছপ উদ্ধার। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গত তিন দিনে ৭০টি মৃত কচ্ছপ উদ্ধার। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা থেকে গত তিন দিনে ৭০টি মৃত কচ্ছপ উদ্ধার করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি) । এসব কচ্ছপ মূলত জলপাই রঙের বা অলিভ রিডলি প্রজাতির। গত ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি পর্যন্ত টেকনাফ থেকে হিমছড়ি সৈকত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি) বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভূঁইয়া। 

তিনি জানান, গত শনিবার থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট থেকে উখিয়ার রূপপতি এলাকা পর্যন্ত ১২টি কচ্ছপের মৃতদেহ উদ্ধার করা হয়। পর দিন রোববার রূপপতি থেকে সোনারপাড়া পর্যন্ত ৫০টি এবং প্যাঁচার দ্বীপ থেকে হিমছড়ি পর্যন্ত আটটি মৃত কচ্ছপ উদ্ধার হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে- এই কচ্ছপগুলো গত দুই মাসের মধ্যে মারা গেছে। গত বেশ কিছু দিন ধরে সমুদ্র সৈকতে কাচ্ছপের অনেকগুলো কঙ্কাল পাওয়া যায়। 

বৈজ্ঞানিক কর্মকর্তা শিমুল ভূঁইয়া উল্লেখ করেন, গত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সামুদ্রিক কচ্ছপের প্রজনন মৌসুম থাকে। এ সময় মা কচ্ছপ ডিম দিতে উপকূলে আসে। কিন্তু মাঝে মাঝে জেলেদের জালে আটকা পড়ে বা বড় নৌযানের ধাক্কায় মারা যায়। তবে মৃত কচ্ছপগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।

উদ্ধার কচ্ছপগুলো অলিভ রিডলে প্রজাতির। এগুলোর মধ্যে পুরুষ ও স্ত্রী কচ্ছপও রয়েছে। এদের মধ্যে কিছু সংখ্যকের ১/২ দিন, কিছু সংখ্যকের ৭ দিন এবং আর কিছু ১০/১৫ দিন বা তারও আগে মৃত্যু হয়েছে। কী কারণে প্রাণিগুলো মারা যাচ্ছে তা নিশ্চিত করতে না পারলেও স্থানীয়দের তথ্যের বরাতে বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভূঁইয়া বলেন, ‘নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সামুদ্রিক কচ্ছপের প্রজনন মৌসুম। এ সময় কচ্ছপ উপকূলে ডিম দিতে আসে। জেলেদের জালে আটকা পড়ে, সমুদ্রে চলাচলকারী বড় নৌযানের ধাক্কায় কিংবা উপকূলে ডিম পারতে এসে কুকুরের আক্রমণে এসব কচ্ছপের মৃত্যু হতে পারে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার সমুদ্র উপকূলের সোনাদিয়া, হিমছড়ি, সোনারপাড়া, ইনানী ও টেকনাফ সৈকতে অন্তত ২৯টি মৃত কচ্ছপ পাওয়া যায়। এ সময়ের মধ্যে ৩টি মৃত ডলফিন, ১টি মৃত পরপইসও ভেসে এসেছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh