ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ভূল্লী বাঁধের গোরস্থানের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার। ছবি: ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ভূল্লী বাঁধের গোরস্থানের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার। ছবি: ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ভূল্লী থানার ভূল্লী বাঁধের গোরস্থানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গোরস্থানের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে প্রথমে ভয় পেয়ে যান তারা। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ‘লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা বিষয়টি গুরুত্বসহ তদন্ত করছি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh