খুলনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম

খুলনা জেলার মানচিত্র।

খুলনা জেলার মানচিত্র।

খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে সচিন মণ্ডল ও তার স্ত্রী মলিনা মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী বিষ পান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফয়সাল আলম গাজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। সচিন মণ্ডল প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে। এরপর নিজে বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সকালে গ্রামবাসী নিহতের ছেলের কাছ থেকে খবর পায়। পরে বিষয়টি থানায় জানানো হয়।

দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh