সীমান্ত পেরিয়ে পরিবার ভারতে, বৃদ্ধা মা আটক বিজিবির হাতে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

আটক মাধুরী রায়। ছবি: সংগৃহীত

আটক মাধুরী রায়। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় একজন বৃদ্ধা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিবারের অন্যান্য সদস্যরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম হলেও বয়স এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি সীমান্ত অতিক্রম করতে পারেননি।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) পীরগঞ্জ উপজেলার দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ চাঁন্দেরহাট বিওপির টহল দল ভবানীপুর সীমান্তে অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ৩৩৩-এর কাছ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে তারা মাধুরী রায় (৫৫) নামে ওই বাংলাদেশি নারীকে আটক করে। তিনি পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তার স্বামী মৃত কবি রায়।

স্থানীয়রা জানান, আটক মাধুরী রায়ের ছেলে, পুত্রবধূ এবং দুই নাতনি গতকাল রাতে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। বৃদ্ধা মাধুরী রায় অসুস্থ থাকায় এবং পাড়ি দিতে অক্ষম হওয়ায় তিনি সীমান্তে অবস্থান করছিলেন। তখন টহল দল তাকে আটক করে।মাধুরী রায় তার ছেলের সাথেই বসবাস করতেন। তবে তাদের এই সিদ্ধান্তের ফলে মাধুরী রায় এক প্রকার অসহায় অবস্থায় পড়ে যান।

পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, ‘গতকাল রাতের অন্ধকারে মাধুরীর ছেলে কষ্ঠু তার স্ত্রী, দুই সন্তান এবং মাকে নিয়ে সীমান্তে যান। কষ্ঠু এবং তার পরিবার কাঁটাতারের বেড়া অতিক্রম করতে সক্ষম হলেও মাধুরী রায় বয়সজনিত কারণে পেরোতে পারেননি। পরদিন সকালে তাকে বিজিবি আটক করে। তবে মানবিক দিক বিবেচনা করে বিজিবি মাধুরী রায়কে আমার কাছে হস্তান্তর করে। পরে আমি তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দিই। বর্তমানে তিনি তার নিজ গ্রামেই রয়েছেন।’

৪২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও)লেঃ কর্নেল আহসান উল ইসলাম (পিএস সি) বলেন, ‘আজ দুপুরে সীমান্তের কাছে একজন বৃদ্ধ নারীকে অবস্থানরত অবস্থায় দেখতে পেয়ে আমাদের টহলদল তাকে আটক করে। তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা তাকে থানায় না পাঠিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছি।’ 

তিনি আরও বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সজাগ রয়েছি। তবে জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা না করেন।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh