কাজী লাবণ্য
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম
প্রতীকী ছবি
দাঁড়াই-
কাচ খোলা জানালার পাশে
অদূরে নিশ্চুপ বসে থাকে অচেনা শালিক,
কখনো বা বসে থাকে চেনা দাঁড়কাক, কবুতরের ঝাঁক।
ওদের সাথে শব্দহীন কথা বলি
তন্ময় শ্রোতারা তাকিয়ে থাকে
পলিমাটি মুখের দিকে, সজল চোখের দিকে
অব্যক্ত কথার অর্থ তারা ঠিকই বোঝে
মুগ্ধ শ্রোতা হয়ে আমাকে আশ্রয় দেয়,
নির্বাণও দেয়।
সত্তায় নতুন করে লাগিয়ে দেয় বিশ্বাসের রং।
বলে,
পলিমাটি মেয়ে! অশ্রু অমূল্য, বিশ্বাস হারানো পাপ।
ইদানীং
মানুষের চেয়ে ওই পাখিরাই
বেশি আপন হয়ে উঠছে
তবে কি আমি পাখি হয়ে যাচ্ছি?