আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধীদের লিগ্যাল সেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য মোতাসিম বিল্লাহ মাহফুজ বলেন, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে লিগ্যাল সেল-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

সেলের প্রস্তাবনা পাঠ, গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সার্বিক আলোচনা করতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh