শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪ এএম
জব্দকৃত গরুর মাংস। ছবি: শেরপুর প্রতিনিধি
শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে এবার আসছে ভারতীয় গরুর মাংস। নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকায় চোরাই পথে আনা প্রায় ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বিজিবি।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল।
জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে ভারতের মেঘালায় রাজ্যের শেরপুর জেলার সীমান্তের হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ঢাকা মেট্টো-ট-১১-৭০-৬৮ সাদা রঙের ফ্রিজিং গাড়িকে ধাওয়া করে।
এ সময় গাড়ি চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে চালকসহ ৪/৫ জন ব্যক্তি গাড়ি ও মাংস রেখে দ্রুত পালিয়ে যায়। পরে মাংস বহনকারি গাড়ি ও জব্দকৃত মাংস হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, এসব চোরাই গরুর মাংস ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য আনা হয়েছিল।
এর কারণ হিসেবে স্থানীয়দের ধারনা ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হয়েছে। সে কারণে ওই রাজ্য দুটি থেকে বাংলাদেশের শেরপুর জেলার সীমান্ত কাছে হওয়ায় এবং এই এলাকায় গরুর মাংসের দাম উচ্চমূল্য হওয়ায় ভারতও বাংলাদেশের চোরাকারবারিরা কম মূল্যে এই গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে পাচার করে আনতে পারে।
এ ব্যাপারে হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। আটককৃত গাড়ি ও মাংস বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।