স্বেচ্ছাসেবক দল নেতার পদ ফিরিয়ে দিতে কর্মীদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের জনির স্থগিত হওয়া পদ ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের জনির স্থগিত হওয়া পদ ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনির স্থগিত হওয়া পদ ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন তার অনুসারীরা। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে ২০২৩ সালের ৫ জানুয়ারি রফিকুল ইসলাম জনিকে আহ্বায়ক করে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। তবে আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয়তার কারণে স্থগিত করা হয় তার আহ্বায়ক পদ। বর্তমানে ওই পদে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আছেন যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজাম। গত বছর পাঁচ আগস্টের পর আবার রাজনীতিতে সক্রিয় হন জনি।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, শামীম আহমেদ, রেজাউল কবির প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯০ সাল থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতি করে আসছেন রফিকুল ইসলাম জনি। পরবর্তীতে ওয়ার্ড ছাত্রদলের নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ পান। গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় তিন ডজন মামলায় আসামি হন তিনি। এরপরও রাজনৈতিক প্রতিপক্ষরা অপপ্রচার চালিয়ে তার পদ সাময়িক স্থগিত করা হয়।

পদ স্থগিত হওয়া বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সুষ্ঠু তদন্ত করলে যার প্রমাণ মিলবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh