পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম
রাজশাহীর পুঠিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল। ছবি: পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে শিবপুরহাট এলাকাবাসীর আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বানেশ্বর
ইউনিয়নের শিবপুরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজীউর রহমান সরদারের সভাপতিত্বে ও বানেশ্বর ইউনিয়ন
ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।
বিশেষ
অতিথি ছিলেন- রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা বাবু, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, বানেশ্বর বনিক সমিতির আহ্বায়ক মতিউর রহমান।
এ
সময় আরো উপস্থিত ছিলেন- পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, পুঠিয়া পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান সুমন, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পোলান সরদার, বানেশ্বর ইউনিয়ন কৃষক দল আহ্বায়ক রায়হান
সরদার হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাব্বি সরদার, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ খান, বেলপুকুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি নুরুদ্দিন, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক তামিম, জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি আরাফাত, সাবেক মেম্বার হাফিজুর রহমান, ছাত্রনেতা বাশার, শাহাবুর, বিশাল আলী, মিজবাহ উর রহমান, নেহাল,
রাহাত, ইমন, বকুল, রুমেল, রশিদসহ এই ইউনিয়নের বিভিন্ন
সহযোগী সংগঠনের নেতারা।