বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
বিজিবির অভিযানে জব্দকৃত ডায়মন্ড। ছবি: বেনাপোল প্রতিনিধি
ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের ডায়মন্ড অর্নামেন্টসসহ হাফিজুর রহমান (৪৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সীমান্তের পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার ওপর থেকে ডায়মন্ড অর্নামেন্টস তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ওই গ্রামের মৃত শাহাদাত মোড়লের ছেলে।
বিজিবি জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন চোরাকারবারিরা বিপুল পরিমাণ ডায়মন্ড অর্নামেন্টসের একটি চালান নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন খবরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচভূলট বিওপির বিজিবির একটি দল ওই সীমান্তের পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়। বেনাপোল অভিমুখী ব্যাটারি চালিত একটি ভ্যান আসতে দেখে বিজিবি সদস্যরা ভ্যানটি আটক করে। এ সময় ভ্যানে থাকা একজনকে দেখে বিজিবির সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় স্কচটেপ কোমরে বাধা ডায়মন্ড অর্নামেন্টস পাওয়া যায়।
জব্দকৃত ডায়মন্ড অর্নামেন্টসের ওজন ২১০ গ্রাম। যার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানায় বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, ভারত থেকে পাচার হয়ে আসা পাঁচভূলট সীমান্ত থেকে ডায়মন্ড অর্নামেন্টসের বড় একটি চালান জব্দসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ডায়মন্ড অর্নামেন্টসগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।