বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম
আট দাবিতে শ্রমিকদের মিছিল। ছবি: সংগৃহীত
ব্যাটারিচালিত যানবাহনের জন্য ‘থ্রি-হুইলার নীতিমালা ২০২৪’ চূড়ান্ত করে লাইসেন্স প্রদানসহ আট দফা দাবিতে বরিশাল বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি শেষে বিআরটিএ স্বীকৃত লাইসেন্স প্রদান, বরিশালে অবৈধ টোকেন বাণিজ্য বন্ধ, নতুন গাড়ি আমদানি ও বানানো বন্ধে প্রশাসনিক অভিযান পরিচালনার দাবি জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান ও বিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা।
এর আগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দুলাল মল্লিক।
সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল হাওলাদারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও বরিশাল জেলা বাসদের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, রিক্সা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী, দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান আকনসহ অনেকে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন শ্রমিকরা। একই ভবনে বিআরটিএ অফিস হওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, সারা দেশে প্রায় ৫০ লাখ চালক পরিবার এই ব্যাটারিচালিত থ্রি-হুইলার ও সমজাতীয় যানবাহনের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এসব যানবাহন তৈরি, মেরামত, খুচরা যন্ত্রাংশ নির্মাণ, বিক্রি, চার্জিংসহ নানা ধরনের কাজে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল।
তারা বলেন, দেশের সকল জেলা ও বিভাগে নগর পরিবহন নেই ফলে কোটি কোটি মানুষ ব্যাটারি চালিত যানবাহন ব্যবহার করে থাকে। এই খাত যেমন বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই দ্রুত ‘থ্রি-হুইলার নীতিমালা ২০২৪’ চূড়ান্ত করে ৫০ লাখ ব্যাটারিচালিত বাহনের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ব্যাটারিচালিত যানের বৈধতা এবং এই খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানান তারা।