মনসুর হেলাল
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ এএম
প্রতীকী ছবি
নাগরিক চাতুরির প্রবল ঘূর্ণিতে
দিগভ্রান্ত এক অন্ধ পথিকের মতো
আজও শীতের অরণ্যে খুঁজি
সেই প্রিয় নাম।
যে নামে নিবিড় হতো বৃক্ষের উত্থান
ভীষণ উঠত কেঁপে হরিৎ পত্রালি
স্মৃতি-বিস্মৃতির ঝরে ক্লিষ্ট শীতের অরণ্যে
আজও খুঁজি দুর্নিবার
সেই প্রিয় নাম।
বৃক্ষের আদল ভেবে শাণিত চাবুক
যেভাবে বিচূর্ণ করে গ্রাহ্যতার সীমা
তেমনি আমিও;
হৃৎপিণ্ড ছিন্ন করা সে নামে এবার দেব
রক্তিম মূর্ছনা।