পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শামীম সাঈদীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ। ছবি: পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদীর পক্ষ থেকে ও ‘পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটি’র আয়োজনে সাধারণ মানুষদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ ইন্দুরকানীর মিলবাড়ী এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শীতবস্ত্র উপহার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- ‘পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটি’র সেক্রেটারি হাসিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইন্দুরকানী (জিয়ানগর) সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ জুয়েল, সমাজসেবক জমির হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মী হাফিজুর রহমান প্রমুখ।