শামীম সাঈদীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শামীম সাঈদীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ। ছবি: পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শামীম সাঈদীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ। ছবি: পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদীর পক্ষ থেকে ও ‘পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটি’র আয়োজনে সাধারণ মানুষদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। 

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ ইন্দুরকানীর মিলবাড়ী এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শীতবস্ত্র উপহার গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ‘পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটি’র সেক্রেটারি হাসিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইন্দুরকানী (জিয়ানগর) সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ জুয়েল, সমাজসেবক জমির হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মী হাফিজুর রহমান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh