শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম
শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: শেরপুর প্রতিনিধি
শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে গ্রন্থাগার হলরুমে এ প্রতিযোগিতা হয়। জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজন করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসময় জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, লেখক ও শিক্ষক-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।