পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম
সরকারি বই বিক্রি। ছবি- পিরোজপুর প্রতিনিধি
সরকারি বই বিক্রির অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম ফজলুল হকসহ প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণির কর্মচারী নুরুল ইসলাম এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অধ্যক্ষের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম।
মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ফজলুল হক অবৈধভাবে বইসহ মালামাল বিক্রির জন্য নুরুল ইসলামকে বলেন। অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী নুরুল ইসলাম স্থানীয় এক ভাঙ্গাড়ি ক্রেতা মামুনের কাছে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাদ্রাসার প্রায় ১৫ শত কেজি বই বিক্রি করে দেন। তার সঙ্গে ৫টি পুরাতন টিউবয়েলের মাথা, ব্রিজের এঙ্গেলও বিক্রি করেন। ওই পুরাতন বইয়ের সঙ্গে ২৫ সালের নতুন বইও পাওয়া গেছে। পুরাতন বইয়ের মধ্যে ২২, ২৩, ২৪ সালের বইয়ের কিছু কিছু ব্যান্ডিল এখনো খোলা হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম জানান, আইন অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন শ্রেণিতে সরবরাহ করা সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি বই বিক্রি সংক্রান্ত বিষয়ে আমি বাদী হয়ে একটি মামলা করেছি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। তার এজাহারের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে, এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।