ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫ পিএম
ভোলায় জলদস্যুদের গুলিতে জেলে নিহত। ছবি- প্রতিনিধি
ভোলায় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো দুই জন।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ট্রলারে থাকা জেলে সোহেল মাঝি জানান, তারা ৬ জন জেলে বিকেলে নদীতে জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ জলদস্যুরা তাদের মাছ ধরার ট্রলারকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে হাসান মাঝি মারা যান। এসময় আব্বাস মাঝি ও কাঞ্চন মাঝি আহত হয়।
আহতদের নিয়ে ট্রলারে থাকা অন্য জেলেরা ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলিশা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীন উদ্দিন জানান, খবর শুনে নৌ পুলিশ এবং জেলা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত ও আহত জেলেদের বাড়ি পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে।