যৌন নির্যাতন ও হত্যায় হলিউড প্রযোজক দোষী সাব্যস্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম

ডেভিড পিয়ার্স। ছবিঃ সংগৃহীত

ডেভিড পিয়ার্স। ছবিঃ সংগৃহীত

হলিউডের প্রযোজক ডেভিড পিয়ার্স  মডেল ক্রিস্টি জাইলস ও তার বান্ধবী হিলডাকে হত্যা এবং এক দশকেরও বেশি সময় সাত নারীকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারী) লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এই রায় ঘোষণা করে।

২৪ বছর বয়সী মডেল ক্রিস্টিকে ২০২১ সালের নভেম্বরে মৃত অবস্থায় লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালের বাইরে ফেলে রাখা হয়েছিল। তদন্তকারীরা তার শেষ মুহূর্তগুলোর সূত্র ধরে পিয়ার্সের সন্ধান পান, যিনি অন্য দুই ব্যক্তির সাথে মিলে এই মডেলকে মাদক খাইয়ে ধর্ষণ করেন এবং পরে তার মৃতদেহ ফেলে যান।

হিলডাকে অন্য একটি হাসপাতালে ফেলে রাখা হয়েছিল এবং পরে তিনি অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবনের ফলে মারা যান।

প্রসিকিউটররা পিয়ার্সের শিকারী আচরণের প্রমাণ উপস্থাপন করেন, যেখানে একাধিক নারী সাক্ষ্য দেন যে তিনি ২০১০ সাল থেকে তাদের মাদক খাইয়ে ধর্ষণ করেছেন।

কিছু ভুক্তভোগী জানান যে তারা তার বাড়িতে আগের রাতের কোনো স্মৃতি ছাড়াই জেগে উঠেছিলেন, আবার কেউ কেউ জানান যে তাদের জোর করে আটকে রাখা হয়েছিল।

হলিউডের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্কের জন্য পরিচিত পিয়ার্স এখন যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার সাজা ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এই মামলাটি শোবিজ অঙ্গনে যৌন সহিংসতা নিয়ে আলোচনা আবার নতুন করে শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh