পিরোজপুরে ৩ টি আসনে জামায়াতের প্রার্থী চুড়ান্ত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ পিএম

মাসুদ সাঈদী, শামীম সাঈদী ও আব্দুল জলিল

মাসুদ সাঈদী, শামীম সাঈদী ও আব্দুল জলিল

পিরোজপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) জেলা জামায়াতের সদস্য মো: আলী হোসেন নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

দলটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের প্রার্থী হলেন শামীম সাঈদী ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী মঠবাড়িয়া জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জলিল। 

সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফখরুদ্দিন খান রাযী, জামায়াতের পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আ. রব, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা সিদ্দিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রাজ্জাক।

আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া  জামায়াতের আমীর অধ্যক্ষ শলিফ আব্দুল জলিল, ভান্ডারিয়া জামায়াতের আমীর মাওলানা আমীর হোসেন, কাউখালী জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, নেছারাবাদ জামায়াতের আমীর আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

উল্লেখ্য; এর আগে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের মতামত নিয়ে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-ইন্দুরকানী ও নাজিরপুর) আসনে মাসুদ সাঈদীকে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh