জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:৩৭ পিএম | আপডেট: ০২ মার্চ ২০২৫, ০১:৩৩ পিএম
ছাত্রদল নেতা শাওন ইসলাম। ছবি: জেলা প্রতিনিধি
যশোরে ঘুষি মেরে ট্রাফিক পুলিশের এক সদস্যের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। সড়ক থেকে বাইক সরাতে বলায় তর্কাতর্কির একপর্যায়ে ওই পুলিশ সদস্যের নাক ফাটান শাওন ইসলাম নামে ছাত্রদলের ওই নেতা। পুলিশ তাকে আটক করে থানায় নিয়েছে।
শনিবার সন্ধ্যায় যশোর শহরের ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আটক শাওন যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সন্ধ্যায় ট্রাফিক পুলিশ সদস্য শহিদুল ইসলাম শহরের ল্যাবএইড হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল নেতা শাওন। যানজট দেখা দিলে শাওনকে সড়ক থেকে মোটরসাইকেল সরাতে বলেন ওই পুলিশ সদস্য। এ সময় বাইক না সরিয়ে শাওন তর্কে জড়ান। বাকবিতণ্ডার একপর্যায়ে ঘুষি মেরে ট্রাফিক সদস্য শহিদুলের নাক ফাটান ছাত্রদল নেতা। পরে অন্য পুলিশ গিয়ে তাকে আটক করে কোতয়ালি থানায় নিয়ে যায়।
ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান।