প্রাক্তনকে মাফ করার দিন আজ

ভালোলাগা থেকেই একটি সম্পর্কের শুরু, যার রেশ টেনে যায় ভালোবাসায়, আর সমাপ্তি বিয়ে পর্যন্ত।

প্রেম-বিয়ে যে সম্পর্কই হোক; এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু। আর সেই সম্পর্ক নিমিষেই শেষ হোক, সেটা কোনো যুগলই চায় না। আর সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রায় সব যুগলই চেষ্টা করে থাকেন। 

তবে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে শেষমেষ তা টিকিয়ে রাখা হয়তো সম্ভব হয় না। সেইসঙ্গে মুহূর্তেই ভেঙে যায় অনেক স্বপ্নও।

এখনও কি সেই অতীতের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে প্রাক্তনকে দোষারোপ করছেন? যদি এখনও প্রাক্তনের ভুল ক্ষমা না করেন, তাহলে চাইলেই আজ সব মাফ করে দিতে পারেন। কারণ প্রাক্তনকে মাফ করে দেওয়ার দিন আজ মঙ্গলবার (১৭ অক্টোবর)। 

আজকের এই দিনে সারা বিশ্বে পালিত হয় এ বিচিত্র দিবসটি। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’। যদিও এ দিবসের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই।

সাধারণত দুজনের মধ্যে যখন সম্পর্ক গড়ে ওঠে শুরুতে সেই সম্পর্ক আবেগে ভরপুর থাকে। হয়তো কিছুদিন বা দীর্ঘদিন পর সেই সম্পর্কে ফাটল ধরে। এটা অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেন না। পুরোনো স্মৃতিগুলো বার বার তাকে আঘাত করে। এই ভাঙনের ব্যথা অনেকের ক্ষেত্রে খুবই দীর্ঘস্থায়ী হতে পারে। 

তাই প্রাক্তনকে ক্ষমা করা অন্তত তাদের জন্য সহজ কাজ নয়। কিন্তু, ক্ষমা একটি মহৎ গুণ। তাই সবকিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেওয়ার মতো মহান কাজ আর দ্বিতীয়টি হতে পারে না। 

তাই আজকের এইদিনে সব ভুলে প্রাক্তনতে ক্ষমা করার জন্য প্রয়োজন আপনার শুধু একটি ইচ্ছা ও উদ্যোগ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //